french fry in air fryer #airfryer #frenchfries #potatosnacks #useairfryer#food #recipe #yummyfood
এখন সবাই স্বাস্থ্য সচেতন। সবাই টুকটাক কিছু না কিছু ডায়েট করে। তাই তেলমশলা যত কম দিয়ে রান্না করা যায় সবাই আমরা সেই চেষ্টাই করি। তাই যখন থেকে এয়ার ফ্রায়ার এসেছে, তবে থেকে ইচ্ছা একদিন একটা কিনব কিন্তু ইচ্ছা থাকলেই তো সামর্থ্য থাকে না সব সময়। যাইহোক হঠাৎ করে একটা অফারপ্রাইজ এ air fryer কিনে ফেললাম। কেনার পর থেকেই প্রচণ্ড উৎসাহ কি করে এটার মধ্যে দারুন খাবার হয় তেল ছাড়া,টেস্টি খাবার দেখতে হচ্ছে।সত্যি সত্যি হবে তো আদৌ 😊। যাইহোক উদ্বোধন করলাম ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। মানে লম্বা লম্বা আলু ভাজা ভেতরটা একটু ফাঁপা, মুচমুচে যেটা রেস্টুরেন্টে পাওয়া যায়। বসিয়ে তো দিলাম তারপর ভাবছি কি যে হবে। পুড়ে না যায়। বাড়িতে অনেকের বক্তব্য তেল ছাড়া আবার আলু ভাজা হয় নাকি 😄 কি যে সব বলে😄। প্রথমবারই সাকসেস। সত্যি এত সুন্দর হবে আমি নিজেও ভাবিনি।
শুধুমাত্র একটু তেল ব্রাশ করে নিয়ে আলু চাপিয়ে দিয়েছি। ১৭০ ডিগ্রি তাপে ৮ মিনিট ।( এটা আলুর পরিমাণ এবং সাইজের উপরে নির্ভর করবে ) ব্যাস! বাঁশি বেজে উঠলো। আর তারপর?? মুহূর্তের মধ্যে প্লেট ফাঁকা হয়ে গেল😄। পুরো ভিডিওটি রইল।ভালো লাগলে শেয়ার করবেন। 🙏 আগামী দিনে আরো অন্য রেসিপি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। যারা এয়ার ফ্রায়ার নতুন কিনেছেন তারা অবশ্যই দেখবেন । 😊
Más sobre french fry in air fryer #airfryer #frenchfries #potatosnacks #useairfryer#food #recipe #yummyfood
French Fry in Air Fryer
Deliciosa receta de papas fritas crujientes y sin aceite en la freidora de aire.
Ingredientes para French Fry in Air Fryer
- Papas 1
Instrucciones para French Fry in Air Fryer
Cortar las papas en forma de bastones y colocarlas en la freidora de aire precalentada a 170 grados Celsius durante 8 minutos. ¡Listo! Disfruta de unas deliciosas papas fritas crujientes y saludables.